বাংলাদেশ বিমান বাহিনী
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া শুরু
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে ১০ দিনব্যাপী 'এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪' শীর্ষক মহড়া শুরু হয়েছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনী এ মহড়ার আয়োজন করছে।
এ উপলক্ষে সোমবার বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: ইয়েমেনে মার্কিন-ব্রিটিশ বিমান হামলার নিন্দা হামাসের
বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. বদরুল আমিন অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন।
এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪ এর লক্ষ্য হচ্ছে বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং আকস্মিক দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিমান বাহিনীর পরিবহন বিমানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।
এ মহড়ায় বিমান বাহিনীর একটি সি-১৩০জে বিমানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে বিমান অংশ নিচ্ছে। এছাড়া মহড়ায় অংশগ্রহণের জন্য বিমান বাহিনীর একটি এএন-৩২ বিমান প্রস্তুত রাখা হয়েছে।
'এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪'-এ বাংলাদেশ বিমান বাহিনীর ২৫০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ৭৮ জন সদস্য অংশগ্রহণ করবে।
সোমবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন প্যারাট্রুপার ছাড়াও সেনাবাহিনীর ৩০ জন প্যারাট্রুপার (১১ জন ফ্রি ফলার ও ১৯ জন স্ট্যাটিক জাম্পার) এবং বাংলাদেশ নৌবাহিনীর ৪০ জন প্যারাট্রুপার এ মহড়ায় অংশ নেবে।
এই মহড়ায় বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেসের মধ্যে আন্তঃব্যবহারযোগ্যতা বৃদ্ধি, প্রশিক্ষণ বিনিময়, সহজলভ্য যন্ত্রপাতির কার্যকরী মূল্যায়ন, সক্ষমতা বৃদ্ধির জন্য ভবিষ্যতের সরঞ্জামের প্রয়োজনীয়তা চিহ্নিতকরণ এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পরিবহন বিমানের রক্ষণাবেক্ষণের মান নির্ধারণের উপর গুরুত্বারোপ করা হবে।
আরও পড়ুন: শাহ আমানত বিমানবন্দে ওমান ফেরত উড়োজাহাজ থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার
মেলা উপলক্ষে বিমানের সব আন্তর্জাতিক রুটের টিকেটে ১৫ শতাংশ মূল্য ছাড়
৮ মাস আগে
বাংলাদেশ বিমান বাহিনীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) তাদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী। সে কারণে প্রতিবছর এই দিনটি ‘বিমান বাহিনী দিবস’ হিসেবে পালিত হয়।
ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে ভারত সরকারের দেওয়া একটি অটার বিমান, একটি ডাকোটা বিমান এবং একটি অ্যালুয়েট হেলিকপ্টার দিয়ে ‘কিলো ফ্লাইট’ নামে বাংলাদেশ বিমান বাহিনী যাত্রা শুরু করে।
সেসময় ইউনিটটিতে বাঙালি পাইলট, প্রযুক্তিগত বাণিজ্যের এয়ারম্যান এবং বেসামরিক বিমানচালক সহ ৫৭ জন সদস্য ছিল।
আন্তঃসেবা জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সরকারি সফরে ইউএই’র উদ্দেশে রওনা হয়েছেন বিমান বাহিনী প্রধান
অনুষ্ঠানে ‘কিলো ফ্লাইট’ শীর্ষক ডকুমেন্টারি, বিমান বাহিনীর বিবর্তনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর অবদান, বিমান বাহিনীর বর্তমান উন্নয়ন এবং বাফওয়া’র উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাবেক বিমান বাহিনী প্রধান, আমন্ত্রিত ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, এয়ারম্যান, এমওডিসি (এয়ার), বেসামরিক নাগরিক এবং ঢাকা এলাকার সকল বিএএফ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিমানবাহিনী প্রধান বলেন, বিমানবাহিনীর সকল ক্ষেত্রের সদস্যদের উচিত মুক্তিযুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করা এবং দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করা।
এর আগে বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে বিএএফ ঢাকায় বিভিন্ন বিমানের ফ্লাইপাস্টের আয়োজন করে। এছাড়া দেশ ও বিমানবাহিনীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবাহিনীর ঘাঁটি, ইউনিট ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ব্যানএয়ার কন্টিনজেন্টসমূহে প্রীতিভোজের আয়োজন করা হয়।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরের নিরাপত্তা ফাঁকি দিয়ে বিমানে শিশু: ১০ কর্মকর্তা বরখাস্ত
বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বাংলাদেশ-জাপান বাণিজ্য ও সম্পর্ক জোরদার করবে: বিসিসিআইজে সভাপতি
১ বছর আগে
টিকা আনতে চীন যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর ২ বিমান
চীন থেকে সিনোফার্মের ৬ লাখ করোনা ভ্যাকসিন আনতে আজ রাতে চীনের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমান।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশকে উপহার হিসেবে দেয়া করোনা ভ্যাকসিনের এটি দ্বিতীয় চালান।
এর আগে ১২ মে চীন সরকারের পক্ষ থেকে ৫ লাখ সিনোফার্মের ভ্যাকসিন বাংলাদেশ পৌঁছে।
৪ টি মেডিকেল কলেজের ৪০০ এর মতে শিক্ষার্থী ২৫ মে' দিকে সিনোফ্রাম ভ্যাকসিন গ্রহণ করে।
গত বছর করোনা সংক্রমণের পর থেকে চীন-বাংলাদেশ উভয়েই একে অপরকে এই মহামারি মোকাবিলায় সহায়তা করে যাচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশকে আরও ৬ লাখ টিকা উপহার দেবে চীন
চীন কোভ্যাক্সের অধীনে ৮০টি উন্নয়নশীল দেশে জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিন সহায়তা দিয়েছে।
মানবজীবন রক্ষা এবং মহামারী পরিস্থিতি মোকাবিলায় চীন বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করে যাবে বলে জানিয়েছে।
৩ বছর আগে
করোনা আক্রান্ত এমপি বাদশাকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টারে রাজশাহী হতে ঢাকায় স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: টিকা নেয়া সিরাজগঞ্জ ১ আসনের এমপি জয় ফের করোনায় আক্রান্ত
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সরকারের নীতিমালা অনুসরণ করে সর্বদা জরুরি সহায়তা প্রদান করে আসছে। এছাড়াও বেসামরিক জনগণের সেবার আওতায় এবং করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকোয়েশন সেবা পেশাদারিত্বের সাথে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায়, বিমান বাহিনী জরুরি মেডিকেল ইভাকোয়েশন মিশনের পরিচালনা করে।
আরও পড়ুন: স্বপরিবারে করোনায় আক্রান্ত এমপি নিজাম হাজারী
রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে রাজশাহী হতে ঢাকায় স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
৩ বছর আগে
নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট মন মানসিকতা পরিবর্তনের আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার মন্ত্রী, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট মন মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।
৩ বছর আগে
শাহজালাল বিমানবন্দরে আরও একটি জিপি বোমা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণাধীন এলাকায় চলমান পাইলিংয়ের সময় সোমবার আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা উদ্ধার করা হয়েছে।
৩ বছর আগে
পাহাড়ে পথ হারানো ৪ তরুণকে উদ্ধার করল বিমান বাহিনী
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন কলে দুর্গম পাহাড়ে বেড়াতে গিয়ে পথ হারিয়ে আটকে পড়া চার তরুণ শিক্ষার্থীকে উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনীর রেস্কিউ হেলিকপ্টার।
৩ বছর আগে
বৈরুত থেকে দেশে ফিরেছেন ৭১ বাংলাদেশি
লেবাননের বৈরুত থেকে বুধবার দেশে ফিরেছেন ৭১ বাংলাদেশি নাগরিক।
৪ বছর আগে
মালদ্বীপ থেকে রবিবার ফিরবেন ৭৭ বাংলাদেশি
বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানের মাধ্যমে ১৭ মে মালদ্বীপ থেকে দেশে ফিরবেন ৭৭ বাংলাদেশি নাগরিক।
৪ বছর আগে
চীন থেকে করোনার চিকিৎসা সামগ্রী আনল বিমান বাহিনী
চীন থেকে করোনাভাইরাস শনাক্তকরণ কিট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই) চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে রবিবার দেশে ফিরেছে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান।
৪ বছর আগে