ঢাকা, ২২ জানুয়ারি (ইউএনবি)- সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিরা মঙ্গলবার প্রায় আড়াই ঘণ্টা ধরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে মানববন্ধন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা বিকাল ৪টা ২০ মিনিটের দিকে শাহবাগে সড়ক অবরোধ করেন। যার ফলে রাজধানীর এ গুরুত্বপূর্ণ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম’ ব্যানারে কয়েকশ মানুষকে কোটা পুনর্বহালের দাবিতে প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দেখা যায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বলেন, প্রায় ২০০ মানুষ বিকাল ৪টার দিকে রাস্তার মোড় অবরুদ্ধ করে দেয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের সাথে সংহতি প্রকাশ করে তাদের সাথে যোগ দেন।
কোটা আন্দোলনের যেসব কর্মীরা নিজেদের ‘রাজাকার’ হিসেবে তুলে ধরেছিলেন তাদের শাস্তিও চেয়েছেন আজকের আন্দোলকারীরা।
পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নেয়া হয় বলেন জানান ওসি।