অভিনব কৌশলে গ্যাস চুরির অভিযোগে মুন্সিগঞ্জের গজারিয়ার রংধনু সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা ও চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। এ ঘটনায় ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয়া হয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গজারিয়া থানার বালুয়াকান্দি এলাকার রংধনু সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় মিটার জালিয়াতির মাধ্যমে গ্যাস চুরির দায়ে ইঞ্জিনিয়ার অঞ্জন কুমার (৩০), ম্যানেজার মো. মানিক (৫৫) এবং কর্মচারী মো. রাসেল (২৪) ও কর্মচারী শহিদুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে তিতাস গ্যাস কোম্পানি ফিলিং স্টেশনটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।