শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আরও পড়ুন: কুড়িগ্রামে শীতের তীব্রতায় দুর্ভোগ চরমে
কুড়িগ্রামে শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে
প্রচণ্ড শীতে চরম দুর্ভোগে কুড়িগ্রামের মানুষ
এদিকে, কুড়িগ্রামের বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়েছে। চারদিকে হালকা বাতাস বইছে। শীতল আবহাওয়ার কারণে দৈনন্দিন জীবনযাত্রা ব্যহত হচ্ছে।
দুর্ঘটনা এড়াতে দূরপাল্লার যানবাহনগুলো দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন
প্রচণ্ড শীতে কুড়িগ্রামে বোরো বীজতলা নষ্টের উপক্রম
শুক্রবার স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এছাড়া, তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে নাটোর অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।