বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে গরুবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ব্যবসায়ীদের মারধর করে ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নদীর লালবয়া এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: সাভারে নাটোরগামী বাসে ডাকাতি, আহত ৪০
গরু ব্যবসায়ী আজিজ সিকদার বলেন, মঙ্গলবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া থেকে গরু ব্যবসায়ীসহ ১৫ জন একটি ট্রলারে ২৮টি গরু ও ৫০টি ছাগল নিয়ে লক্ষ্মীপুরের মোল্লার হাটে যাই। সেখানে সব ছাগল ও ১৮টি গরু বিক্রি করে বাকি ১০টি গরু নিয়ে বাড়ির উদ্দেশ্যে ট্রলারে রওনা দেই।
ট্রলারটি মেঘনা নদীর লালবয়া এলাকায় পৌঁছালে লাঠি-সোটা নিয়ে আট জনের একটি ডাকাত দল হামলা করে। তারা আমাদের ট্রলারে উঠে ব্যবসায়ীদের মারধর করে নগদ ৩০ লাখ টাকা নিয়ে যায়। ডাকাতদের মারধরে ট্রলারের মাছি মাসুদ বয়াতি (২৫) ও ব্যবসায়ী মাইনুল আহত হন। আহত মাইনুলকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: খামারের আড়ালে ডাকাতি: ৪১টি গরু উদ্ধার, গ্রেপ্তার ৬
মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, গরু ব্যবসায়ী আজিজ সিকদারের সঙ্গে কথা বলেছি। তার ভাষ্যমতে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন অংশে পড়েছে। বিষয়টি হিজলা থানা ও সেখানকার নৌ-পুলিশের আওতাধীন। তবুও গরু ব্যবসায়ীকে ফাঁড়িতে আসতে বলেছি। তিনি এলে তাকে নিয়ে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি।