মোবাইল অপারেটরদের কাছে বিটিআরসি ও জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা আদায় প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘দেশের চারটি মোবাইল অপারেটরের কাছে বেশকিছু টাকা পাওনা আছে। তার প্ররিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা। এই টাকা শিগগিরই আদায় করা হবে।’
মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।
আরও পড়ুন: আইটি-আইটিইএস খাতে যুব সমাজের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে: পলক
তিনি বলেন, ‘এটা নিয়ে সোমবার এনবিআর চেয়ারম্যান ও বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। মঙ্গলবার বিকালে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও বিটিআরসির প্রতিনিধিকে এনবিআরে পাঠাব।’
তিনি আরও বলেন, ‘কোনটা কোনটা বিচারধীন ও কোনটা কোনটা আদালতের বাইরে, তা আমরা সেটেলড করতে পারি এবং কোন মোবাইল অপারেটরের প্রস্তাব কী আছে- এগুলো বিবেচনায় নিয়ে দেখা যাচ্ছে যে, ১২ হাজার কোটি টাকা আমরা পাই। ১২ বছর ধরে তা পাওনা আছে। সেটার আবার একটা ইন্টারেস্টও আছে। এটা যদি এখনই আমরা সেটেলড করতে পারি তাহলে আমাদের লাভ হবে নাকি ১২ বছর পিছিয়ে গেলে লাভ হবে? এটা নিয়ে আমি আপনাদেরও (সাংবাদিক) মতামত চাই। কারণ এটা প্রকাশ্যে আলোচনায় এলে তখন আর প্রশ্ন থাকবে না।’
পলক বলেন, ‘এটা নিয়ে আমরা বিটিআরসি, এনবিআর আন্তরিক আছি। আমার আত্মবিশ্বাস, আমরা এই টাকাটা দ্রুত আদায় করতে পারব।’
আরও পড়ুন: দেশে ডেটা সেন্টার করতে ফেসবুক-ইউটিউব-টিকটককে বাধ্য করা হবে: পলক
কক্সবাজারের নারীদের আত্মকর্মসংস্থানে ল্যাপটপ দেওয়ার প্রতিশ্রুতি পলকের