রাজধানীর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার অভিমুখে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েছেন পিলখানায় বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। কাকরাইল মসজিদের সামনে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস সেল ব্যবহার এবং লাঠিচার্জ করে তারেদ ছত্রভঙ্গ করে দেয়। তিন দফা দাবি নিয়ে যমুনা ঘেরাও’র ঘোষণা দিয়ে পদযাত্রাটি শুরু করেছিল তারা।
সোমবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুলিশি বাধার মুখে পড়েন।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ‘উই ওয়ান্ট জাস্টিস ফর বিডিআর মেম্বার’ ব্যানার নিয়ে তিন দফা দাবিতে এ দিন বেলা ১১টার দিকে শাহবাগ জাদুঘরের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অবস্থান নেন। এরপর, বেলা সাড়ে ১১টার দিকে যমুনাভিমুখে যাত্রা শুরু হয় তাদের। এতে, পুলিশ বাধা দিলে পুনরায় শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবন আসেন তারা। মৎস্য ভবন মোড়ে পুলিশ তাদের আটকে দেয়।
বিক্ষোভের সময় চাকরিচ্যুত এক বিডিআর সদস্যদের দাবির পক্ষে স্লোগান দিতে দেখা যায়।
আরও পড়ুন: মব সন্ত্রাস জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থি: অ্যাটর্নি জেনারেল
চাকরিচ্যুত এক বিডিআর সদস্য বলেন, ‘আমাদের চাকরি ফেরত দেওয়া হোক। যেসব নির্দোষ বিডিআর সদস্য জেলে আছেন, তাদের মুক্তি দেওয়া হোক।’
দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশি ব্যারিকেড অতিক্রম করে কাকরাইল মসজিদের সামনে গেলে আবারও পুলিশি বাধার সামনে পড়েন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এসময় পুলিশ বিক্ষোভকারীদের চলে যেতে দশ মিনিটের আলটিমেটাম দেয়। কিন্তু চাকরিচ্যুতরা পিছু না হটে কাকরাইল মোড়ে বসে অবস্থান কর্মসূচি শুরু করেন। এসময়, তাদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং জলকামান ব্যবহার করে।
এ বিষয়ে, রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা যমুনাভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে, পুলিশ জলকামান ব্যবহার ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের তিন দফা দাবি হলো— চাকরিচ্যুতদের ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পুনর্বহাল, পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের বিভিন্ন ধারা বাতিল, বিডিআর নাম পুনর্বহাল এবং কারাগারে বন্দি থাকা বিডিআর সদস্যদের মুক্তি।