ঢাকা, ৩০ অক্টোবর (ইউএনবি)- বাংলাদেশের বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট মঙ্গলবার আবারো বলেছেন, তারা কোনো ব্যক্তিবিশেষকে নয়, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করেন।
ধানমন্ডির এডওয়ার্ড এম কেনেডি সেন্টারে আয়োজিত এক বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিশেষ প্রার্থী, দল ও জোটকে সমর্থন করে না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানকে সমর্থন করি।’
বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের দেয়া নিরপেক্ষ, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়।
রাজনৈতিক সংলাপ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি শুধু উচ্চ পর্যায়ে নয়, সকল পর্যায়ে আলোচনায় সবাইকে উদ্বুদ্ধ করেন।
এর আগে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেন।