বাগেরহাটের মোংলায় পশুর নদীতে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ চড়ে আটকা পড়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পশুর নদীর চরকানা এলাকায় এমভি জুমায়রা-১ নামে ওই কার্গোটি চড়ে আটকে ডেক ফেটে যায়।
তবে এখনও পর্যন্ত ওই জাহাজের ভিতরে পানি প্রবেশ করতে পারেনি। জাহাজটিতে থাকা ১২ জন কর্মকর্তা-কর্মচারী নিরাপদে রয়েছেন।
বন্দরের হারবারিয়া নোঙ্গর করা একটি বিদেশি জাহাজ থেকে সাড়ে ৮০০ মেট্রিকটন কয়লা নিয়ে ওই কার্গো জাহাজটি রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আসছিল।
আরও পড়ুন: প্রথমবার মোংলা বন্দর জেটিতে ৮ মিটার গভীরতার জাহাজ ভিড়েছে
দুর্ঘটনা কবলিত কার্গো জাহাজের মাস্টার ফারুক গাজী জানান, হারবারিয়ার ৫ নম্বর এ্যাংকোরেজে নোঙ্গর করা বিদেশি জাহাজ এমভি পিথগোরাস জাহাজ থেকে সাড়ে ৮০০ মেট্রিকটন কয়লা নিয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আসছিল কার্গো জাহাজটি।
পথিমধ্যে পশুর নদীর চরকানা এলাকায় পৌঁছালে ডুবচরে ধাক্কা লেগে জাহাজের ডেক ফেটে যায়। এসময় জাহাজটি নদীর চড়ে উঠে যায়। ডেক ফেটে গেলেও জাহাজে এখনো পানি প্রবেশ করতে পারেনি। জাহাজটি ঝুঁকিমুক্ত রয়েছে।
জাহাজে থাকা ১২ জন কর্মকর্তা-কর্মচারি নিরাপদে আছে। ক্রেন এনে কয়লা অপসারণ করে জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেয়া হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, কয়লাবোঝাই কার্গো জাহাজটি চড়ে আটকে থাকার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
আরও পড়ুন: লাইটার জাহাজ শ্রমিকদের ধর্মঘট, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ