সাক্ষাতে রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নেয়া বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন উপাচার্য।
নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় দেশে বিশেষত হাওর অঞ্চলে উচ্চশিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
শিক্ষক নিয়োগে অভিন্ন নীতিমালা প্রণয়ন করতে হবে: রাষ্ট্রপতি
তিনি বলেন, চিন্তা-ভাবনা করে প্রতিটি পরিকল্পনা নেয়া উচিত যাতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুদূরপ্রসারী লক্ষ্য প্রতিফলিত হয়।
তিনি আরও বলেন, ‘বিশ্ব খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমাদের শিক্ষামূলক কার্যক্রমের দিকে নজর রাখতে হবে যাতে তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে।’
রাষ্ট্রপতি বলেন, এছাড়া বিভাগ বাছাইয়ের ক্ষেত্রে যেসব বিষয়ের চাহিদা আছে সেগুলো বিবেচনা করা উচিত। আপনাকে অবকাঠামোগত পরিবেশ নির্মাণে গুণমান বজায় রাখার ক্ষেত্রেও সচেতন হতে হবে।
আরও পড়ুন: রায়ের কপির জন্য যেন দিনের পর দিন ঘুরতে না হয়: রাষ্ট্রপতি
উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সহযোগিতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি চান রাষ্ট্রপতি
আবদুল হামিদ বলেন, শিক্ষার্থীরা যাতে শিক্ষার সহায়ক পরিবেশ পায় এবং দেশ ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারে সে বিষয়ে অগ্রাধিকার দেয়া উচিত।
এসময় বিশ্ববিদ্যালয় পরিচালনায় রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন উপাচার্য।
অন্যান্যদের মধ্যে এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তথ্যপ্রযুক্তি খাতে গবেষণা ও মৌলিক জ্ঞান সৃষ্টিতে আরও মনোযোগ দিন: রাষ্ট্রপতি