বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে খুলনার রূপসায় পাকিং করা ‘মায়ের আচল’ নামের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টায় রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের তালিমপুর ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মো. জাহাঙ্গীর আলমের মালিকানাধীন খুলনা-মোংলা লোকাল রুটের ‘মায়ের আচল’নামের যাত্রীবাহী বাসটি ৫ নভেম্বর দুপুরে উপকারভোগীদের নিয়ে উপজেলার বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যায়।
আরও পড়ুন: সোমবার সকাল পর্যন্ত ৩০ ঘন্টায় সারাদেশে অগ্নিসংযোগ হয়েছে ১৮টি
সেখান থেকে সন্ধ্যায় ফেরার পর চালক অমিত কুমার দাস বাসটি তালিমপুরস্থ নৈহাটী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে রেখে বাড়িতে যায়। এ সময় কয়েকজন ভ্যানে করে এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
রূপসা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন জানান, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে ব্যবহৃত বাসটিতে রাত ৮ টার দিকে আগুন দেওয়া হয়।
স্থানীয় জনগণ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: অবরোধ: সারাদেশে নিরাপত্তা জোরদারে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন