রবিবার ভোর ৪টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত সারাদেশে ১৮টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, এর মধ্যে ঢাকা মহানগরী এলাকায় ১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ঢাকা বিভাগে ১৪টি এবং চট্টগ্রাম বিভাগে ৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: রাজশাহী রেল স্টেশনে ককটেল, আতঙ্কিত যাত্রীরা
এ সময় ১৩টি বাস, ২টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি ও ১টি হিউম্যান হলার পোড়ানো হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৬টি ইউনিটের ২১৬জন দমকল কর্মী কাজ করেছেন।
আরও পড়ুন: অবরোধ: সারাদেশে নিরাপত্তা জোরদারে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন