সোমবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা সঙ্কট শুরুর পর থেকে শেখ হাসিনা সরকার ইস্যুটির শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে আসছে এবং কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রেখেছে।
বিচার বিভাগে সরকারের কোনো হস্তক্ষেপ নেই: কাদের
তিনি বলেন, ‘প্রায় ১২ লাখ রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ-উখিয়ায় আশ্রয় নিয়েছে এবং তাদের জীবিকা নির্বাহ করতে গিয়ে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক চাপ পড়ছে। একইসাথে দেশের প্রাকৃতিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
সামাজিক পরিবেশ ও ভারসাম্যের কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রোহিঙ্গাদের চাপে মানবিক ও প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।’
‘রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় আরও বেশি সুযোগ-সুবিধাসহ তাদের ভাসান চরে স্থানান্তর করার পদক্ষেপ নিয়েছে সরকার,’ বলেন কাদের।
সেতুমন্ত্রী বলেন, ‘যারা স্বেচ্ছায় যেতে চেয়েছিলেন (ভাসান চরে) কেবল তাদেরই স্থানান্তর করা হয়েছে, কোনো চাপে নয়।’
'আলহামদুলিল্লাহ, ভাসানচরের সুযোগ-সুবিধায় সন্তুষ্ট’: এক রোহিঙ্গার অনুভূতি
দেশের করোনাভাইরাস পরিস্থিতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সরকার ইতোমধ্যে করোনার ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে উদ্বেগের কিছু নেই, জাতিসংঘকে জানাল বাংলাদেশ
জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারিতে এ ভ্যাকসিন দেশে আসবে বলে আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী।
কোভিড-১৯ ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণের প্রস্তুতি নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে এবং জনগণকে অবহিত করছে।’
‘সরকারের কোনো ভালো উদ্যোগের অহেতুক সমালোচনা করতে একটি গোষ্ঠী সব সময় সক্রিয়,’ বলেন তিনি।
রোহিঙ্গা স্থানান্তরকে ভুলভাবে ব্যাখ্যা না করতে ঢাকার আহ্বান
ভ্যাকসিনটি আসার আগেই কুচক্রী একটি মহল সাধারণ মানুষকে বিভ্রান্ত করা শুরু করেছে উল্লেখ করে, এই সকল উদ্দেশ্যমূলক মিথ্যা প্রচারণায় জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।
রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় বিশ্বব্যাংকের সাথে ১০ কোটি ডলারের অনুদান চুক্তি