প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নতুন নৌ-প্রধানকে ভাইস-অ্যাডমিরালের পদমর্যাদার ব্যাজ পরিয়ে দেন।’
ব্যাজ পরানো অনুষ্ঠানের পরে তিনি জানান, প্রধানমন্ত্রী নতুন নৌ-প্রধান হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে মো. শাহীন ইকবালের সাফল্য কামনা করেছেন এবং এ লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মো. মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
এর আগে, শনিবার নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মো. শাহীন ইকবাল নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের ২৪ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ভাইস অ্যাডমিরাল মো. শাহীন ইকবালকে।
উল্লেখ্য, ১৯৮০ সালের ১ জুন বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান।