ঝালকাঠিতে গত মাসে লঞ্চে অগ্নিকাণ্ডে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৯ এ দাঁড়িয়েছে।
রাসেল (৩৮) দুপুরে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
উল্লেখ্য, ২৪ ডিসেম্বর ভোররাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। সে সময় লঞ্চটিতে ৮০০ জনেরও বেশি যাত্রী ছিল।
গত ২৬ ডিসেম্বর নৌ-পরিবহন অধিদপ্তরের প্রধান পরিদর্শক শফিকুর রহমান লঞ্চের চার মালিকসহ আটজনের বিরুদ্ধে সামুদ্রিক আদালতে নৌ আইনে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আরও পড়ুন: লঞ্চে আগুন: দুই চালক কারাগারে