শরীয়তপুরের পালং ও আঙ্গারিয়া বাজার থেকে ১০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। এসময় জাটকা বিক্রির অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ জানুয়ারি) সদর উপজেলার পালং বাজারে এবং আঙ্গারিয়া বাজারে অভিযান চালিয়ে ওই জাটকা মাছগুলো জব্দ করা করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
জ্যোতি বিকাশ চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সদরের পালং বাজার ও আংগারিয়া বাজারে জাটকা ইলিশ বিক্রির খবর পেয়ে অভিযানে নামে উপজেলা প্রশাসন। এসময় পালং বাজার ও আংগারিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীর কাছ থেকে বিক্রি করা অবস্থায় ১০০ কেজি জাটকা জব্দ করা হয়।
তিনি বলেন, জাটকা মজুত ও বিক্রির অভিযোগে বাজারের পাঁচ ব্যবসায়ীকে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১৪ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, আশ্রয়ণ প্রকল্প ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, ভবিষ্যৎতেও আমাদের এই অভিযান চলমান থাকবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা