তবে এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীপন্থী ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ও ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেলের মধ্যে দ্বিমুখী লড়াই হবে। নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি-জামায়াতপন্থী ‘মহান মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’।
আরও পড়ুন:শাবিতে পরীক্ষা নেয়া হবে কিনা সিদ্ধান্ত জানাল বিশ্ববিদ্যালয় প্রশাসন
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের মেয়াদের শেষ বছরে জমে উঠেছে এ নির্বাচন। নির্বাচন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী শিক্ষকরা। বিরাজ করছে উৎসবমুখর আমেজ।
শিক্ষকদের মন জয় করার জন্য দেয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। প্রার্থী ও সমর্থকেরা শিক্ষকদের ন্যায়সঙ্গত অধিকার সংরক্ষণ এবং বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার বাণী নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।
এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে তিনটি প্যানেল থেকে একজন করে মোট ৩৩ জন প্রার্থী অংশ নিচ্ছে। সেখান থেকে সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে একজন, কোষাধ্যক্ষ পদে একজন, সাধারণ সম্পাদক পদে একজন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে একজন, এবং সদস্য পদে ৫ জন শিক্ষক নির্বাচিত হবেন। নির্বাচনে প্রায় ৫০০ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আরও পড়ুন:মেস বাসায় শাবি ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ
আওয়ামীপন্থী শিক্ষকদের দুইটি অংশ প্রায় এক দশক ধরে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে এক দশকের বেশি সময় ধরে সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং বিগত চারটি নির্বাচনে কোনো পদেই জয়লাভ করতে পারেনি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা। তবে এবারের নির্বাচনে অংশ নেয়া তিন প্যানেলই জয়লাভের ব্যাপারে আশাবাদী।
‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার (গণিত বিভাগ) ও সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল (ইংরেজি বিভাগ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন:শাবির সকল আবাসিক শিক্ষার্থীকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেয়ার নির্দেশ
অন্যদিকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অধ্যাপক ড. তুলসী কুমার দাস (সমাজকর্ম বিভাগ) ও সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক মুহিবুল আলম (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া ‘মহান মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অধ্যাপক ড. সাজেদুল করিম (গণিত বিভাগ) ও সাধারণ সম্পাদক পদে শাহ মো. আতিকুল হক (সমাজবিজ্ঞান বিভাগ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।