রাজধানীর শাজাহানপুর এলাকায় বৃহস্পতিবার জোড়া খুনের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে এবং কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অপরাধী যেই হোক না কেন তাদের বিচারের আওতায় আনা হবে।’
অপরাধীদের খুঁজে বের করতে পুলিশে গোয়েন্দা শাখা (ডিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কাজ করছে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনী শিগগিরই ঘটনার পেছনের কারণ উদঘাটন করতে পারবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার রাতে শাহজাহানপুর এলাকার ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগের মতিঝিল থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং বেগম বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি (২২) নিহত হন।