১৮ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও দিকনির্দেশনা প্রদান সংক্রান্ত জরুরি সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। এখানে আমাদের এখতিয়ার নেই। আমরা স্বাস্থ্যগত বিষয়ে তাদের পরামর্শ দিয়েছি। আমরা দেশের মানুষকে নিরাপদে রাখতে চাই। আমরা আহ্বান করতে পারি, চাপিয়ে দিতে পারি না।’
জাহিদ মালেক বলেন, এই ভাইরাস ছড়িয়ে পড়ারোধ করতে বিভিন্ন মন্ত্রণালয়কে পদক্ষেপ নেয়ার অনুরোধ করা হয়েছে এবং জনগণকে জ্বর, কাশি ও সর্দি থাকলে গণপরিবহনে চলাচল না করার পরামর্শ দেয়া হয়েছে।
বিদেশ থেকে যারা এসেছেন তাদের মসজিদে না যাওয়ার আহ্বান জানান তিনি।
জাহিদ মালেক বলেন, করোনাভাইরাস চিকিৎসা দিতে সরকার ৪-৫টি হাসপাতাল প্রস্তুত রেখেছে।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, বিশ্বব্যাপী যারা আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে বাচ্চার সংখ্যা খুব কম। শূন্য থেকে ৯ বছরের বাচ্চা প্রায় নেই বললেই চলে। ফলে এইসব দিক থেকে এখনই স্কুল শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।
‘অভিভাবকরা অবশ্যই আতঙ্কিত হবেন, আমিও অভিভাবক হিসেবে আতঙ্কিত। তেমন পরিস্থিতি হলে অবশ্যই সরকার বন্ধ করবে (শিক্ষা প্রতিষ্ঠান),’ বলেন তিনি।