জাতীয় সংসদে বুধবার বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) বিল, ২০২০ পাস করা হয়েছে। কমিশনকে আরও শক্তিশালী করতে এবং কার্যক্রম বাড়াতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিদ্যমান বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন, ১৯৯২-এ কিছু ঘাটতি থাকায় চারটি বড় পরিবর্তন এনে সংশোধিত বিলটি পাস করা হয়েছে।
১৯৭৩ সালে এক রেজুলেশনের মাধ্যমে সরকারি দপ্তর হিসেবে এ কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। পরে ১৯৯২ সালে কমিশনটি বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন, ১৯৯২ এর মাধ্যমে বিধিবদ্ধ প্রতিষ্ঠানে রূপ লাভ করে।
সংশোধিত বিলে বাংলাদেশ ট্যারিফ কমিশনের নাম রাখা হয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সেই সাথে কমিশনের কাজের আওতা ও সুযোগ বাড়াতে বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন, ১৯৯২ এর ৭ ধারা সংশোধন করা হয়েছে।
এছাড়া, কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের গোপনীয়তা রক্ষায় ৮ ধারায় কিছু পরিবর্তন আনা হয়েছে। আর ১২ ধারা অনুযায়ী কমিশন অ্যাডহক ভিত্তিতে পরামর্শক ও গবেষণা সহকারী নিয়োগ করতে পারবে।