বহুল আলোচিত লোডশেডিং ও জ্বালানির মূল্যবৃদ্ধির পর প্রথমবারের মতো জনপ্রতিনিধিদের আলোচনার সর্বোচ্চ ফোরাম জাতীয় সংসদের অধিবেশন রবিবার সন্ধ্যায় শুরু হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সংবিধানের ধারা ৭২(১) –এর ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।
এর আগে ২০২১-২২ অর্থবছরের শেষ দিন ৩০ জুন এ বছরের বাজেট পাশের মধ্যদিয়ে সর্বশেষ জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করা হয়। কিন্তু বাজেট পাশের অধিবেশ নামে পরিচিত অধিবেশনটি ‘বাজেট অধিবেশন’ নামে পরিচিত হয় যা বিগত অর্থবছরকে সমাপ্ত করে।
ঘটনাক্রমে শেষ অধিবেশনটি বর্তমান সংসদের ১৮তম অধিবেশন ছিল। এই অধিবেশনটিতে বিশটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বিশেষ করে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট পেশের জন্য পুরো জুন মাস সময় নিয়ে থাকেন।
একাদশ জাতীয় সংসদের আজকের ১৯তম অধিবেশন শুরুর এক ঘন্টা আগে ব্যবসায়ী উপদেষ্টা কমিটির বৈঠক ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সংসদ সসদ্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তাসহ উপস্থিত সকলের করোনা টেস্ট করা হয়।
আরও পড়ুন: সংসদ সদস্যকে নিজ এলাকা ছাড়তে বলা মৌলিক অধিকারে হস্তক্ষেপ: তথ্যমন্ত্রী