তিনি বলেন, ‘নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে বা ভালো কাজ করতে গেলে ত্রুটি-বিচ্যুতি হবে অথবা ভুলভ্রান্তি থাকবেই। কিন্তু এগুলোকে উপেক্ষা করেই সামনে এগিয়ে যেতে হবে। ধৈর্যচ্যুত হয়ে লক্ষ্য থেকে পিছিয়ে আসলে দেশের ক্ষতি হবে, দেশ পিছিয়ে পড়বে। তাই আমাদের ভালো কাজের স্বীকৃতি দেয়া উচিত।’
আরও পড়ুন: রাজধানীর সব বেদখল খাল উদ্ধার করা হবে: মন্ত্রী
শুক্রবার রাজধানীর শের-ই-বাংলা নগরে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) মিলনায়তনে আয়োজিত ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় এলইডি সড়কবাতি সরবরাহ ও স্থাপন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দায়িত্ব পালন করতে গেলে ভুল হবেই। ভুল কিছু করলে সেটির সংশোধনের জন্য আলোচনা-সমালোচনা হতেই পারে। সমালোচনার পাশাপাশি সঠিক সিদ্ধান্তের জন্য অবশ্যই স্বীকৃতি দিতে হবে।
আরও পড়ুন: স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নাগরিক সেবা বৃদ্ধির আহ্বান এলজিআরডিমন্ত্রীর
এলইডি সড়কবাতি প্রকল্প নিয়ে তাজুল ইসলাম বলেন, ‘অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার যে উদ্যোগ ঢাকা উত্তর সিটি করপোরেশন নিয়েছে তা আজকে আরম্ভ হলো। ঢাকা শহরে অনেক সমস্যা ছিল, অনেক সমস্যার সমাধান হয়েছে। আগামীতে ঢাকা শহরকে একটি দৃষ্টিনন্দন ও বসবাস উপযোগী শহরে রূপান্তরিত করার জন্য স্ব স্ব অবস্থান থেকে কাজ করব।’
বাংলাদেশের উন্নতির যে স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন সে দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালন ও বাস্তবায়ন করে মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: ডিএনসিসির সব ওয়ার্ডে মিনি ফায়ার স্টেশন হবে: স্থানীয় সরকারমন্ত্রী
ঢাকা শহরকে শুধু আলোকিত নয়, পরিষ্কার-পরিচ্ছন্ন করে একটি বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘ঢাকাকে সত্যিকার অর্থে বসবাসযোগ্য ও মানবিক শহর হিসেবে বিনির্মাণ করতে হলে আমাদের স্ব স্ব জায়গা থেকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। সবাই মিলে একত্রে কাজ করলে শুধু ঢাকা শহর নয়, সারা দেশকে উন্নত ও সমৃদ্ধ করা সম্ভব।’
আরও পড়ুন: বনানী সড়ক সংলগ্ন সেতু ভবন সরাতে হবে: ডিএনসিসি মেয়র
ঢাকাকে দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে নিজের মন্ত্রণালয় থেকে দুই সিটি করপোরেশনের মেয়রকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন মন্ত্রী।
উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।