তিনি বলেন, ‘এই সরকারই এখন দেশের অরাজকতা থেকে জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ফিরিয়ে নিতে আলেম-ওলামাদের রাস্তায় নামতে উদ্বুদ্ধ করে বিপদে ফেলেছে।’
একটি মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে জাফরুল্লাহ বলেন, ‘আমি আলেম-ওলামাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যোগ দিতে এবং এই অযৌক্তিক বিতর্কে (মূর্তি ও ভাস্কর্য) না জড়িয়ে মূল্য বৃদ্ধির প্রতিবাদে অন্দোলন করার জন্য আহ্বান করছি।’
তিনি আলেম-ওলামাদের হুঁশিয়ারি দিয়ে বলেন যে তারা যদি ভাস্কর্য ইস্যুতে ‘সরকার থেকে কিছু অর্থ’নিয়ে আন্দোলন চালিয়ে যান তবে তাদের ক্ষতি করা হবে।
স্বাস্থ্যখাতে নৈরাজ্য-দুর্নীতি বন্ধে ও ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে লেবার পার্টি এই কর্মসূচির আয়োজন করে।
এ সময় জাফরুল্লাহ অনুমতি ছাড়া রাজধানীতে সভা, সমাবেশ না করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেয়া নির্দেশনার কড়া সমালোচনা করেন।
তিনি বলেন, ‘মহামারির সময়ে ডিএমপির এই নোটিশ দেশের মানুষকে হতবাক করেছে। সরকার পুলিশের মাধ্যমে এটি করেছে। আমি বলতে চাই সরকারের নয়, পুলিশের উচিত জনগণের সেবা করা। ’
এ বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘সরকারি আবাসনের মতো অনেক সুবিধা না পাওয়ায় পুলিশ কর্মকর্তাদের ঘুষ নিতে হয়। আমি পুলিশ বাহিনীকে অনুরোধ করছি তারা যেন সরকারের এই বেআইনি আদেশ না মানেন।’
তিনি অভিযোগ করেন, ওষুধসহ প্রতিটি পণ্যের দাম বহুগুণে বেড়ে যাওয়ায় মানুষ চরম দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। ‘যদি সরকার ওষুধ নীতি কার্যকর করতে পারে তবে ১৫ দিনের মধ্যে ওষুধের দাম ৫০ শতাংশ কমে যাবে।’
জাফরুল্লাহ বলেন, ‘যথার্থতা প্রমাণিত না হওয়া পর্যন্ত ভ্যাকসিন নিয়ে তাড়াহুড়া করার দরকার নেই। কারণ এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হয়নি। ব্রিটিশ মেডিকেল জার্নালে পরিষ্কারভাবে লিখেছে, তাড়াহুড়া করলে ভ্যাকসিন ভালোর চেয়ে ক্ষতি হবে।’