আগামী বছরের পবিত্র হজকে সামনে রেখে দুটি প্যাকেজ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন প্যাকেজ দুইটির ঘোষণা দেন।
আরও পড়ুন: সাশ্রয়ী ও উন্নত সেবার নতুন হজ প্যাকেজ দেবে সরকার
সরকারিভাবে এবার হজের খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। অন্য প্যাকেজটির খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
এছাড়া বেসরকারি মাধ্যমে হজ প্যাকেজ ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা।
আরও পড়ুন: ২৩ অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন