প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ৪ এপ্রিল ২০২২ পর্যন্ত সারা বিশ্ব থেকে মোট ২৯ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ১২০ ডোজ ভ্যাকসিন সংগ্রহ করেছে।
বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মোরশেদ আলমের (নোয়াখালী-২) এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি সংসদকে আরও জানান, এখন পর্যন্ত ১২ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৯৪৮ জনকে প্রথম ডোজ দেয়া হয়েছে এবং ১১ কোটি ৪২ লাখ ৬৭ হাজার ৯৫৬ জনকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে।
আরও পড়ুন: চলতি বছরের শেষে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী
ভ্যাকসিন সংগ্রহের খরচ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে তুলনামূলক কম দামে ভ্যাকসিন সংগ্রহ করা সম্ভব হয়েছে। যেহেতু ভ্যাকসিন কেনার জন্য একটি অপ্রকাশযোগ্য চুক্তি আছে, তাই ভ্যাকসিনের খরচ বা সম্পর্কিত খরচ প্রকাশ করা উপযুক্ত হবে না।
মমতাজ বেগমের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৯-২০২২ সাল পর্যন্ত প্রায় ৭৬ লাখ ৭০ হাজার ৩৯৯ বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন।
তিনি বলেন, করোনা চলাকালীন প্রায় ৯ লাখ ৩৬ হাজার ৯৫৫ জন বিদেশে কর্মসংস্থান পেয়েছেন।
আরও পড়ুন: সরকারি হস্তক্ষেপে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমেছে: প্রধানমন্ত্রী
নূর উদ্দিন চৌধুরী নয়নের (লক্ষ্মীপুর-২) এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশের প্রবীণদের টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় এনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি সার্বজনীন পেনশন স্কিম প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।
এই লক্ষ্যে, সার্বজনীন পেনশন সংক্রান্ত একটি আইন প্রণয়ন এবং সেই আইনের অধীনে একটি কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে।