শিক্ষার্থীদের অভ্যুত্থানের সময় গণঅভ্যুত্থানের সময় হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ সাবেক মন্ত্রীর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শরিফুর রহমান এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে তার উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, অভিযানে তিন কোটি টাকার বেশি নগদ অর্থ ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দুটি হত্যা মামলা এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।
অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার পাশাপাশি মানি লন্ডারিং আইনেও তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।