শনিবার নেত্রকোনা সদর উপজেলায় ‘মহাশ্মশান ঘাট কালী মন্দির উদ্বোধন ও সুধী সমাবেশে’ অনলাইনে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
আবদুর রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সব সময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। প্রধানমন্ত্রী দেশের সব স্তরে অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু ক্ষমতার লোভে দেশকে অস্থিতিশীল করতে উগ্র-সাম্প্রদায়িক-মৌলবাদী গোষ্ঠী রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা নানা অজুহাতে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ অপশক্তির যেন কোনোভাবেই উত্থান না ঘটে সে বিষয়ে সবাইকে অত্যন্ত সজাগ থাকতে হবে।’
এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন তার অনন্য নজির হলো নেত্রকোনা। নেত্রকোনায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বিরাজ করছে যা বেশ পুরোনো। এটিকে সবাই মিলে ধরে রাখতে হবে।’
সাংসদ হাবিবা রহমান খান শেফালী, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল এবং জেলা ও পৌর আওয়ামী লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।