স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কুমিল্লার ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা।
যে ধরনের প্ররোচনা এসেছে, মানুষকে আকৃষ্ট করে তাদের দাঙ্গার দিকে নিয়ে যাওয়া হয়েছে; যারা এসবের সঙ্গে জড়িত তাদের সবাইকে খুঁজে বের করা হয়েছে। তাদের চিহ্নিত করা হয়েছে। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কমিউনিটি পুলিশিং এর গুরুত্ব উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতা আমরা জনগণের সহায়তায় প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। আমরা এ ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। এ জন্য পুলিশকে সহযোগিতা করতে আমাদের সমাজকে আরও সতর্ক হতে হবে।’
এ সময় তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা করতে ঘরে ঘরে পুলিশ দেয়া সম্ভব না। যদি আমাদের ঘরে থাকা মানুষজন সতর্ক হন, যদি তারা সঠিক সময়ে পুলিশকে তথ্য দেয়, আমরা তাদের বিভিন্ন ঘটনা থেকে রক্ষা করতে পারব।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বিশেষ অতিথি হিসেবে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ, প্রধান বক্তা বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞান কল্পকাহিনী লেখক জাফর ইকবাল উপস্থিত ছিলেন।
এছাড়া ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম কেক কেটে ও বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
আরও পড়ুন: সহিংসতায় ইন্ধনদাতাদের নাম শিগগিরই প্রকাশ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
কুমিল্লাসহ সব বিচ্ছিন্ন ঘটনা উদ্দেশ্যমূলক: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী