বুধবার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক কেএম ইমরুল কায়েস অভিযুক্ত সাহেদের উপস্থিতিতে এ দিন ধার্য করেন।
এর আগে, ৩০ জুলাই ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. শায়রুল আসামি সাহেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অস্ত্র আইনে এ মামলাটি দায়ের করা হয়েছিল।
গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র্যাব। এসময় তার কাছ থেকে অগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেন তারা।
গত ৬ জুলাই কোভিড-১৯ পরীক্ষার ভুয়া সার্টিফিকেট দেয়া ও হাসপাতালে ভর্তি করা রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখায় অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এসময় রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়সহ দুটি হাসপাতালই বন্ধ করে দেয়া হয় এবং এর চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে মামলা করা হয়।