রিজেন্ট হাসপাতাল
রিজেন্টের সাহেদের বিরুদ্ধে দুদকের মামলার রায় ঘোষণা ২১ আগস্ট
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের মামলার রায় ঘোষণার জন্য আগামী ২১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১০ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২০ সালের ৫ নভেম্বর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে সাহেদকে নোটিশ দেয় দুদক।
আরও পড়ুন: অর্থ আত্মসাতের মামলায় রিজেন্টের সাহেদের জামিন চেম্বার আদালতে স্থগিত
এসময় তিনি সম্পদের হিসাব জমা না দেওয়ায় আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। তবে বর্ধিত সময়ের মধ্যেও সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে তার বিরুদ্ধে ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়।
এ অভিযোগে ২০২১ সালের ১ মার্চ সাহেদের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করা হয়।
২০২২ সালের ১৭ এপ্রিল মামলায় অভিযোগ গঠন করে সাহেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আদেশ দেন আদালত।
এ মামলার মোট ১০জন সাক্ষীর দশজনের সাক্ষ্যগ্রহণ চলাকালে বিভিন্ন সময়ে সাক্ষ্য দেন।
আরও পড়ুন: ঋণ জালিয়াতির মামলায় রিজেন্ট সাহেদের জামিন
করোনার ভুয়া রিপোর্ট: সাহেদকে জামিন দেননি হাইকোর্ট
১ বছর আগে
স্বাস্থ্যের সাবেক ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারিতে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জনসংযোগ কার্যালয়ের উপ-পরিচালক মুহম্মদ আরিফ সাদেক ইউএনবিকে বলেন, তদন্তের সময় সাবেক ডিজি আবুল কালাম আজাদকে এই মামলায় জড়ানো হয়েছে। মামলায় প্রাথমিকভাবে আজাদের নাম না থাকলেও তদন্তের পর অভিযোগপত্রে তাঁর নাম যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: খুলনায় সোনালী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা
চুক্তি স্বাক্ষরের পর অনিয়মের মাধ্যমে তিন কোটি তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২৩ সেপ্টেম্বর ঢাকা সমন্বিত কার্যালয়-১ এ একটি মামলা করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।
আরও পড়ুন: দুদককে সড়ক মন্ত্রণালয়েও তদন্তের আহ্বান কাদেরের
মামলার অন্য পাঁচ আসামি হলেন, রিজেন্ট চেয়ারম্যান শাহেদ,সাবেক ডিজিএইচএস পরিচালক আমিনুল হাসান,উপ-পরিচালক ইউনুস আলী,সহকারী পরিচালক শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলাম।
৩ বছর আগে
সাহেদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে ২ অভিযোগপত্র জমা
অবৈধ অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি রাখার অভিযোগে সাতক্ষীরার দেবহাটা থানায় দায়ের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি অভিযোগপত্র জমা দেয়া হয়েছে।
৪ বছর আগে
সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠনের শুনানি ২৭ আগস্ট
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলার অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
৪ বছর আগে
সাহেদের বিরুদ্ধে এবার সাতক্ষীরায় র্যাবের মামলা
করোনার ভুয়া সনদ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে এবার সাতক্ষীরার দেবহাটায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
৪ বছর আগে
মুখোশের আড়ালে যতই থাকুক, ধরা পড়তেই হবে: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুখোশের আড়ালে যতই মুখ লুকিয়ে রাখুক কোনো অপরাধীই অপরাধ করে ছাড় পাবে না, শেষ পর্যন্ত ধরা পড়তেই হবে।
৪ বছর আগে
সাতক্ষীরা সীমান্তে গ্রেপ্তার রিজেন্টের সাহেদকে আনা হল ঢাকায়
করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সার্টিফেট প্রদানকে কেন্দ্র করে বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
৪ বছর আগে
সাহেদের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক
রিজেন্ট হাসপাতালের স্বত্বাধিকারী ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ বছর আগে
রিজেন্টের অনিয়ম সরকারই উদঘাটন করেছে, অন্য কেউ নয়: তথ্যমন্ত্রী
রিজেন্ট হাসপাতালের অনিয়ম সরকার উদঘাটন করেছে বলে শুক্রবার দাবি করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
৪ বছর আগে
শাহেদ একজন সুচতুর প্রতারক: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বৃহস্পতিবার বলেছেন, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ সুচতুর একজন প্রতারক।
৪ বছর আগে