মৃত কিরণ মিয়া (৪৫) ওই অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে মারা যাওয়া নূরজাহান বেগমের (৬০) ছেলে। নূরজাহান বেগম সোমবার সকালে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘রাত ১২টার দিকে ঢামেকের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান কিরণ।’
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মাদ শাহজাহান জানান, সারারাত ধরে গ্যাসের চুলা খোলা থাকায় গ্যাসে পূর্ণ ছিল তাদের ফ্ল্যাটটি। ভোর সাড়ে ৫টার দিকে ইলিয়াস নামে পরিবারটির এক আত্মীয় সিগারেট ধরাতে গেলে অগ্নিকাণ্ডের উৎপত্তি ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং দগ্ধদের ঢামেক হাসপাতালে পাঠায়।
ঢামেকে চিকিৎসাধীন অন্যরা হলেন-হিরন মিয়া (২৫), হিরনের স্ত্রী মুক্তা (২০), মো. আবুল হোসেন (২৫), মো. কাওসার, লিমা (৩) ও আপন (১০)।
নরসিংদীর শিবপুর এলাকা থেকে আসা পরিবারটি সাহেবপাড়ায় পাঁচতলা ভবনের নিচতলায় থাকতেন।