বন্যা কবলিত সিলেটে ৩৭ হাজারের বেশি মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
সিলেট জেলা প্রশাসন সূত্র অনুযায়ী, সিলেট জেলায় এখন ৪৩৯টি আশ্রয়কেন্দ্র রয়েছে যেখানে এখনো ৩৭ হাজার ১৭৬ জন মানুষ অবস্থান করছেন।
বৃহস্পতিবার সূত্র জানায়, সিলেটে সাম্প্রতিক বন্যায় প্রায় ৩০ লাখ মানুষ গৃহহীন হয়েছে এবং ৪০ হাজার ৯১টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: বন্যায় আরও ৩ জনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৫
পাঁচ পৌরসভাসহ জেলার ১৩টি উপজেলার সব ক’টি প্লাবিত হয়েছে।
বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।
সূত্র জানায়, জেলায় বন্যার্ত মানুষের মধ্যে নগদ এক কোটি ৯২ লাখ টাকা, এক হাজার ৬১২ মেট্রিক টন চাল ও ১৯ হাজার ৯১৮ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, শুক্রবার দুপুর ১২টায় কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি ১০ সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টে ৪ সেন্টিমিটার কমেছে। তবে কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে।
আরও পড়ুন: সিলেটে বন্যার পানি কমছে
এদিকে শুক্রবারও সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে এই হালকা বৃষ্টির কারণে এসব নদীতে পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী একেএম নিলয় পাশা।
এছাড়া আরও তিনদিন এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।