সিলেটের কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ও গাজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ মে) উপজেলার পারুয়া লামাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৬০০টি ইয়াবা, দুই কেজি গাঁজা ও ইয়াবা সেবনের ফয়েল পেপার আটরিল জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৯ হাজার ২০০ টাকাও উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: সিলেট সীমান্তে ৯৩৮০ ইয়াবা জব্দ, আটক ১
আটক দুজন হলেন— ওই এলাকার বাসিন্দা রহমত আলী ও ইসাক আলী।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান গণমাধ্যমকে বলেন, ‘আটক দুজন কোম্পানীগঞ্জ থানা হাজতে আছেন এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’