পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইলেকট্রনিক গেট যাত্রীদের অভিজ্ঞতার উন্নতি ঘটাবে এবং সেবার মান বাড়াবে।
মোমেন বলেন, যেসব যাত্রীদের ই-পাসপোর্ট আছে তারা ই-গেটের মাধ্যমে অভিবাসন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
সিলেট বিমানবন্দরে রবিবার ই-গেট উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আরও পড়ুন: রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে পিইউআইসি প্রতিনিধিদলকে কাজ করার আহ্বান মোমেনের
তিনি বলেন, আমরা ইতোমধ্যে আমাদের দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট চালু করেছি এবং এ পর্যন্ত অনেক ই-পাসপোর্ট ইস্যু করেছি।
এছাড়া সম্প্রতি পাসপোর্ট সেবার অনেক উন্নতি হয়েছে এবং আগের মতো বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না।
মন্ত্রী বলেন, ই-গেট চালুর মাধ্যমে আমাদের পাসপোর্টের মান আরও বাড়বে। তাহলে অনেক দেশে যেতে আমাদের ভিসা লাগবে না।
এছাড়া অনেক দেশ আমাদের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী বলে জানান তিনি।
সিলেট বিমানবন্দরে রবিবার ছয়টি ই-গেট চালু করা হয়েছে। এর মধ্যে তিনটি প্রস্থানের জন্য এবং তিনটি প্রবেশের জন্য স্থাপন করা হয়েছে।
শনিবার সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক মাহের উদ্দিন শেখ জানান, দ্রুত অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে, অভিবাসন প্রক্রিয়া দ্রুত করা এবং সেবার মান বাড়াতে সরকার এ উদ্যোগ নিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে,যাত্রীরা সহজেই ই-গেট দিয়ে যেতে পারেন। কারণ একটি ই-পাসপোর্ট জমা দেয়ার পরে গেটগুলি স্বয়ংক্রিয়ভাবে খোলা হবে এবং পুরো প্রক্রিয়াটি ১৮ সেকেন্ডের মধ্যে সম্পন্ন হবে।
এর আগে গত ৭ জুন ঢাকা বিমানবন্দরে ১২টি ই-গেট উদ্বোধন করা হয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীকে হত্যা ও বর্ণ বিদ্বেষের নিন্দা জানিয়েছেন মোমেন
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মার্চে বাংলাদেশ সফরে আসতে পারেন: মোমেন