আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো আগামী বছরের মার্চে বাংলাদেশ সফরে আসতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার রাজধানীতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পর মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলার সিদ্ধান্ত পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় নেয়া হবে।
আরও পড়ুন:ব্রাজিলে প্রবল বর্ষণে ৩৭ মৃত্যু
মোমেন বলেন, আর্জেন্টিনার পক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে যে মার্চে তাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন।
‘দুই দেশের মধ্যে একটি ভাল সম্পর্ক রয়েছে’ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে এই সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
এদিকে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ আজ (বৃহস্পতিবার) বলেছেন তার দেশ আগামী বছর পুনরায় ঢাকায় একটি কূটনৈতিক মিশন স্থাপনে কাজ করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে তিনি বলেন, ‘আমরা (আর্জেন্টিনা) আমাদের দলের সমর্থনে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণের উদযাপন, খুব কাছ থেকে দেখেছি।’
তিনি আরও জানান, পুরো বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনা দলের জন্য ও ফাইনালে তাদের জয়ের পর বাংলাদেশের ব্যাপক ও আন্তরিক জনসমর্থন ও উদযাপনে; দেশটির জনগণ এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট অভিভূত হয়েছেন।