শেরপুর সীমান্তে ভারত থেকে আনা গরুর মাংসের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
বুধবার (২৯ জানুয়ারি) ভোর পৌনে চারটার দিকে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ সমশ্চুড়া সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২১৫০ কেজি গরুর মাংসসহ ফ্রিজিং কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়কের পক্ষ থেকে বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাকারবারিরা ফ্রিজিং কাভার্ডভ্যানে ভারতীয় গরুর মাংস অবৈধভাবে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসব মাংস ও ফ্রিজিং কাভার্ডভ্যানটি আটক করে।
বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারকারিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মাংসের আনুমানিক মূল্য ৯৫ লাখ ৫ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: বাংলাদেশে পণ্য পাচারকালে ২ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
বিজিবি মিডিয়া উইং শেরপুরের হোয়াটসঅ্যাপ গ্রুপে হাবিলদার তারেক জানান, জব্দকৃত মাংসগুলো হলদিগ্রাম বিওপি ক্যাম্পে রাখা হয়েছে।
ইউএনও ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা পরিদর্শনের পর এই মাংস ল্যাবরেটরি টেস্টের জন্য কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানান তিনি।