বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা দাখিল মাদ্রাসার সেফটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জাহাঙ্গীর হোসেন (২৪) সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের খোকন গাজীর ছেলে। তিনি ভাড়ায় চালিত মোটর সাইকেলের চালক ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গত বুধবার রাতে কয়েক ব্যক্তি একসরা লঞ্চঘাটে যাওয়ার কথা বলে জাহাঙ্গীরের মোটরসাইকেল ভাড়া করে। পথে মধ্যম একসরা দাখিল মাদ্রাসার কাছে পৌঁছালে তারা চালক জাহাঙ্গীরের গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ওই মাদ্রাসার সেফটিক ট্যাংকের মধ্যে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় চারজনকে গ্রেপ্তার করা হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।