কর প্রদানে উৎসাহিত করতে জাতীয় পর্যায়ে র্যাঙ্কিয়ের পর সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মোট ৫২৫ জন সেরা করদাতা নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২২-২৩ অর্থবছরের জন্য ১১টি সিটি করপোরেশনে ৭৭ জন এবং ৬৪টি জেলায় সর্বোচ্চ আয়করদাতা ও দীর্ঘমেয়াদী আয়করদাতা ক্যাটাগরিতে ৪৪৮ জনকে নির্বাচিত করেছে।
আরও পড়ুন: ব্যক্তিগত আয় বিবেচনায় করদাতার সংখ্যা ১ কোটিতে পৌঁছাতে হবে: এনবিআর চেয়ারম্যান
এর মধ্যে সর্বোচ্চ করদাতা হিসেবে প্রতিটি সিটি করপোরেশন ও জেলা থেকে দু'জন করে এবং নারী ও যুব ক্যাটাগরিতে একজন সেরা করদাতা নির্বাচিত হয়েছেন।
করদাতা নীতিমালা-২০০৮ এর আওতায় জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘতম 'আয়কর পরিশোধের' বিধান অনুযায়ী সেরা করদাতাদের নাম প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।
এর আগে ২০২২-২৩ অর্থবছরের জন্য সেরা করদাতা হিসেবে নির্বাচিত হন ১৪১ জন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৬ জন, কোম্পানি পর্যায়ে ৫৩ জন এবং অন্যান্য ক্যাটাগরিতে ১২ জন।
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ২০২২-২৩ কর বর্ষে সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে সেরা ৫২৫ জন করদাতার নাম চূড়ান্ত করা হয়।
এর মধ্যে প্রতিটি সিটি করপোরেশন এলাকায় সাতজন হারে ৭৭ জন করদাতাকে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড ও পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রতিটি জেলা পর্যায়ে সর্বোচ্চ করদাতা হিসেবে সাতজন করে এই কার্ড পাবেন।
আরও পড়ুন: জুলাই-অক্টোবরে রাজস্ব আদায় ১৪.৩৬% বাড়লেও লক্ষ্যমাত্রা পিছিয়ে: এনবিআর