ভোলায় নবজাতক সন্তান ও স্ত্রীকে হাসপাতালে রেখে স্ত্রীর সিজার অপারেশনে রক্তদাতাকে বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে ট্রাকচাপায় স্বামীর মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
নিহত মো. সামসুর রহমান শুভ (২৮) তজুমদ্দিন উপজেলা সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাপড়ি গ্রামের মো. মোসলেহ উদ্দিনের ছেলে।
তিনি ঢাকা থেকে প্রকাশিত মাতৃজগৎ পত্রিকার তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে ভোলা সদর হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন শুভ’র স্ত্রী। তখন তার স্ত্রীর রক্তশূণ্যতা দেখা দেয়ায় রক্তের প্রয়োজন হওয়ায় একজন রক্তদাতাকে হাসপাতালে নিয়ে আসেন। রক্ত দেয়া শেষে ওই রক্তদাতাকে বাড়িতে পৌঁছে দিয়ে হাসপাতালে ফেরার পথে ভোলা বাসস্ট্যান্ড আসলে পিছন দিক থেকে একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে ট্রাকচাপায় পথচারী নিহত