বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশে একটি স্বার্থান্বেষী মহল রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ বাংলাদেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। কিছু ঘটনা ঘটছে... দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে এগুলো করছে এবং আপনারা সকলেই তা অবগত আছেন।’
রবিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে পায়রা নদীর ওপর পায়রা সেতু এবং ঢাকা-সিলেট ও সিলেট-তামাবিল মহাসড়ক ছয় লেনের ভিত্তিপ্রস্থর উদ্বোধনকালে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমরা যে উন্নয়নই করি না কেন, এক শ্রেণীর লোক রয়েছে যারা দেশকে হেয় করতে ব্যস্ত।’
হাসিনা বলেন, ‘তারা চায় না বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, দেশে যখনই কোনো অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয় তখনই তাদের দাবি ওঠে।’
‘এই অংশের মানুষ কখনোই দেশের উন্নয়ন দেখে না। তার পরিবর্তে তারা ধ্বংস চায়। এটাই বাস্তবতা, দেশের জনগণকে এটি সম্পর্কে সচেতন থাকতে হবে,’ বলেন প্রধানমন্ত্রী।
২০০৮ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে কেউ আজকে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, সবাই এখন বাংলাদেশকে সম্মান করে। বাংলাদেশ সারা বিশ্ব থেকে সম্মান অর্জন করেছে।’
আরও পড়ুন: দলীয় নেতাকর্মীদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
ডব্লিউটিও এর অধীনে দেশ অনেক বেশি বিকল্প সুবিধা পাবে: শেখ হাসিনা