ঢাকা, ২২ সেপ্টেম্বর (ইউএনবি)- ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) রবিবার সড়ক ও ফুটপাত থেকে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে রাজধানীর উত্তরায় সোনারগাঁ জনপথ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
উত্তরার বিভিন্ন সেক্টরে চালানো এ উচ্ছেদ অভিযানে নির্বাহী মেজিস্ট্রেট ও ডিনএনসিসি কর্মচারীদের পাশাপাশি ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম নেতৃত্ব দেন।
উচ্ছেদ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে মেয়র আতিকুল বলেন, ‘ডিএনসিসির আওতাধীন অন্যান্য এলাকাও অবৈধ দখলদারিত্ব থেকে মুক্ত করা হবে।’
এ অভিযান এলাকাভিত্তিক চালানো হবে জানিয়ে তিনি বলেন, ‘আমি নিজেই এ কার্যক্রমের তদারকি করবো। উত্তরা মুক্ত করা শেষে অন্যান্য এলাকায় এ অভিযান চালানো হবে।’
তিনি বলেন, ‘আমরা যদি কোনো এলাকায় সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করি তাহলে তা সম্পন্ন করতে পাঁচ থেকে দশ দিন লাগলেও করা হবে।’
এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর গুলশান-২ এ নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় ডিএনসিসির বিভিন্ন সড়কে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে ঘোষণা দেন মেয়র আতিক।