হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আগুয়া গ্রামে সিএনজি অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জিলু মিয়া (৫০), সিএনজিচালক কাদির মিয়া (৩২) ও সিরাজ মিয়া (২৫)।
আরও পড়ুন: চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে চালক কাদির মিয়া ও স্ট্যান্ড ম্যানেজার বদরুল মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে উভয় দলের লোক দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত ও হাসপাতালে নেওয়ার পর জিলু মিয়া মারা যান। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। এ ঘটনায় আগুয়া গ্রামে বাড়িঘর ভাঙচুরের খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার বদরুল মিয়া ও স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ জনকে সিলেটে পাঠানো হযেছে। বাকিদের হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পিকআপের চাপায় নিহত ২