পাওয়ারপ্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের সঙ্গে আগামী দুই বছরের জন্য কেরানীগঞ্জে তার ১০০ মেগাওয়াট ভাড়ার প্ল্যান্টের বিদ্যুত ক্রয় চুক্তি (পিপিএ) নবায়ন করেছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)।
বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে বিপিডিবির বোর্ডরুমে এই চুক্তি সই অনুষ্ঠান হয়।
বিপিডিবি সচিব মোহাম্মদ সেলিম রেজা এবং পাওয়ারপ্যাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তিটির শিরোনাম ‘দুই বছরের জন্য ভাড়া ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের চুক্তির দ্বিতীয় সংশোধনী’।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপিডিবি সদস্য মোহাম্মদ শামসুল হক, প্রধান প্রকৌশলী (প্রাইভেট জেনারেশন) এবিএম জিয়াউল হক, সিকদার গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) সৈয়দ কামরুল ইসলাম (মোহন) এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তি সই অনুষ্ঠানে রন হক সিকদার বলেন, তার কোম্পানি দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ শুরু করবে।
পাওয়ারপ্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের সঙ্গে চুক্তিটি সফলভাবে আয়োজনে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বিপিডিবি কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
আরও পড়ুন: বিপিডিবি’র আর্থিক ক্ষতি দুই-তৃতীয়াংশ বেড়ে ৪৮ হাজার কোটি টাকা
বিপিডিবি সদস্য মোহাম্মদ শামসুল হক শিগগিরই বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরু করার জন্য পাওয়ারপ্যাক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, চুক্তিতে উল্লেখ আছে যে দুই পক্ষের মধ্যে চুক্তি সইয়ের দিন থেকেই এটি কার্যকর হবে। সুতরাং, এখন চুক্তি সই হওয়ায় আশা করা হচ্ছে যে বিদ্যুৎ কেন্দ্রটি অবিলম্বে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে, যা সরকারের পাশাপাশি পাওয়ারপ্যাক উভয়ের জন্যই লাভজনক হবে।
বিপিডিবির প্রধান প্রকৌশলী এবিএম জিয়াউল হক বলেন, পাওয়ারপ্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্টের অবস্থান রাজধানীর খুব কাছাকাছি। যেটি একটি বড় প্লাস পয়েন্ট এবং এ কারণেই এখানে যত তাড়াতাড়ি উৎপাদন শুরু হয় তা পাওয়ারপ্যাক এবং বিপিডিবি উভয়ের জন্যই মঙ্গল।
আরও পড়ুন: সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে বিপিডিবি’র ১০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি