‘২০২০ সালে হজ ব্যবস্থা আরও উন্নত করা হবে। এ জন্য সৌদি সরকারের সমর্থন জরুরি,’ বুধবার মক্কার কার্যালয়ে দক্ষিণ এশিয়ান হাজী সার্ভিস এজেন্সি (মোয়াসসাচার) ডা. রাফাত ইসমাইল বদরের সাথে বৈঠককালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি মোয়াসসাচারকে আহ্বান করেছেন, হাজিদের, যারা আল্লাহর অতিথি তাদের পক্ষে হজযাত্রা আরও সহজ করা হোক।
মোয়াসসাচার চেয়ারম্যান ড. রাফাত ইসমাইল বদর এ ব্যাপারে প্রতিমন্ত্রীকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন।
শেখ মোহাম্মদ আবদুল্লাহ বৈঠকে হাজিদের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার পাশাপাশি হজের সময় অনলাইনে তাদের অভিযোগ পাঠানোর ব্যবস্থা করার ওপর জোর দেন।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব এবিএম আমিনুল্লাহ নুরী, জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের হজ কাউন্সিলর মুহম্মদ মাকসুদুর রহমান, ঢাকার আশকোনা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।