করোনা রোগীদের চিকিৎসা সেবায় ৪২তম বিশেষ বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে চার হাজার চিকিৎসককে সহকারী সার্জন হিসেবে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪২তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণদের মধ্যে সব মিলিয়ে সহকারী সার্জন পদে চার হাজার প্রার্থীর সুপারিশ করা হয়েছে। ইতোমধ্যে এক হাজার ৯১৯ প্রার্থী নন-ক্যাডার হিসেবে উত্তীর্ণ হয়েছেন। পদ স্বল্পতার কারণে তাদের জন্য সুপারিশ করা হয়নি।
আরও পড়ুন: শিগগিরই ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী
ফলাফলের বিস্তারিত বিবরণ পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে: www.bpsc.gov.bd. এছাড়া পিএসসি <স্পেস> ৪২ <স্পেস> রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ এ পাঠিয়েে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।
করোনা সংকটের মধ্যে সহকারী সার্জনের দুই হাজার শূন্য পদ পূরণের জন্য পিএসসি ২০২০ সালের নভেম্বরে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। পরে পিএসসি আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে সহকারী সার্জনের আরও দুই হাজার পদ যুক্ত করে।
আরও পড়ুন: চিকিৎসক নিয়োগে হস্তক্ষেপ করবেন না হাইকোর্ট