ঢাকা থেকে মদিনা, কুয়েত ও কাঠমান্ডু রুটে ফের ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আগামী ৯ অক্টোবর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে, ১০ অক্টোবর থেকে ঢাকা-মদিনা ও ঢাকা-কুয়েত রুটে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালন করবে। যাত্রীরা এখন থেকেই এসব রুটের টিকেট ক্রয় করতে পারবেন বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বুধবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: দিল্লি, কলকাতা রুটে বিমানের নতুন ফ্লাইট সূচি ঘোষণা
তথ্য অনুযায়ী, আগামী ৯ অক্টোবর ঢাকা থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবার বিমানের ফ্লাইট বিজি০৭১ স্থানীয় সময় সোয়া ৯টায় কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে এবং কাঠমান্ডু থেকে প্রতি শনিবার ও বৃহস্পতিবার ফ্লাইট বিজি০৭২ স্থানীয় সময় ১১টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
এদিকে, আগামী ১০ অক্টোবর ঢাকা থেকে প্রতি রবিবার ও বুধবার ফ্লাইট বিজি৪০৩৭ স্থানীয় সময় সোয়া ২টায় মদিনার উদ্দেশে ছেড়ে যাবে এবং মদিনা থেকে প্রতি রবিবার ও বুধবার ফ্লাইট বিজি৪০৩৮ স্থানীয় সময় সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
আরও পড়ুন: দেশে ফিরেছে ভারতে জরুরি অবতরণকারী বিমানের যাত্রীরা
এছাড়াও আগামী ১০ অক্টোবর বিমানের ফ্লাইট বিজি০৪৩ ঢাকা থেকে প্রতি রবিবার স্থানীয় সময় ৭টা ৪৫ মিনিটে ও প্রতি মঙ্গলবার ৬টা ৪০ মিনিটে কুয়েতের উদ্দেশে ছেড়ে যাবে। কুয়েত থেকে প্রতি সোমবার স্থানীয় সময় ১২টা ১ মিনিটে ও প্রতি মঙ্গলবার ১০টা ৫৫ মিনিটে ফ্লাইট বিজি০৪৪ ঢাকার উদ্দেশে যাত্রা করবে।