সরকার পতনের এক দফা দাবিতে সারাদেশে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
এ সময় তালার সঙ্গে ‘অবরোধ’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়। অবশ্য পরে সে তালা নিরাপত্তাকর্মীরা ভেঙে ফেলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে কমিটি বাতিলের দাবিতে বিএনপির অফিসে তালা, সংবাদ সম্মেলনে আল্টিমেটাম
ছাত্রদল চবি শাখা সভাপতি আলাউদ্দিন মহসিনের নেতৃত্বে সোমবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তালা দেওয়া হয় বলে জানা গেছে।
এ সময় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় উপস্থিত ছিলেন।
পরে তারা বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট এলাকায় হাটহাজারী-খাগড়াছড়ি-রাঙ্গামাটি মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, দেশ বাঁচানো, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এ কর্মসূচি পালন করেছে।
আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে সব ধরনের নিপীড়ন প্রতিহত করতে প্রস্তুত। সামনে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করব আমরা।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদারের ফোনে যোগাযোগ করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শেখ মো. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে বলেন, ‘আমাদের প্রশাসনিক ভবনে এমনিতেই রাতে তালা দেওয়া থাকে। তারা আতঙ্ক সৃষ্টির জন্য চুপিচুপি এসে ছোট একটা তালা ঝুলিয়ে চলে গেছে। আমাদের দায়িত্বরত নিরাপত্তাকর্মী এসে তা সরিয়ে ফেলে।’
আরও পড়ুন: বিএনপির অবরোধ: ঢাবির বিভিন্ন ফটকে ছাত্রদলের তালা
‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে’ লিখে কুবির প্রধান ফটকে ছাত্রদলের তালা!