বাংলাদেশে টেকনোর এ দুটি ফোন পাওয়া যাচ্ছে যথাক্রমে ১৫,৯৯০ টাকা এবং ১৯,৯৯০ টাকায়।
অসাধারণ ফিচারসহ টেকনো ক্যামন ১৫ প্রো স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে আইস জাদিতি এবং ওপাল হোয়াইট রঙে। আর ক্যামন ১৫ পাওয়া যাচ্ছে শোল গোল্ড এবং চার্মনাইট পার্পল রঙে।
দুটি ফোনেই থাকছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা। যাতে ব্যবহার করা হয়েছে আল্ট্রা নাইট টাইভস চিপ। যা স্বল্প আলোতেও ক্যামেরার ছবিগুলোকে করবে আরও বেশি প্রাণবন্ত, নিখুঁত ও উজ্জ্বল।
ক্যামন ১৫ প্রোর ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ১১৫ ডিগ্রী আল্ট্রাওয়াইড ও ২ সেন্টিমিটার ম্যাক্রো ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। অন্যদিকে, ক্যামন ১৫ এর সাথে একটি ২ মেগাপিক্সেল ১১৫ ডিগ্রী আল্ট্রাওয়াইড ও ২ সেন্টিমিটার ম্যাক্রো ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর । ক্যামেরার অন্যান্য ফিচার মধ্যে আছে বোকেহ মোড, ফেস বিউটি, নাইট শট, শর্ট ভিডিও, এইচডিআর, ফেস ডিটেকশন, এআই বডি শেপিং, কালার ফিল্টার, প্যানোরমা এবং সেলফ টাইমার।
আকর্ষণীয় সেলফি তোলার জন্য টেকনো ক্যামন ১৫ প্রোতে আছে স্বয়ক্রিয় ৩২ মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা এবং ক্যামন ১৫ তে আছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ক্যামন ১৫ প্রো এবং ক্যামন ১৫ ডিভাইস দুটিতে যথাক্রমে রয়েছে ৬.৬ ইঞ্চি এর একটি ফুল ভিউ ডিসপ্লে এবং ৬.৫৫ ইঞ্চি এর ডট-ইন ডিসপ্লে। যা দিয়ে অনায়াসেই সারাদিন গেমিং এবং ব্রাউজিং করা যাবে। ক্যামন ১৫ প্রো এবং ক্যামন ১৫ ডিভাইস দুটিতে যথাক্রমে ৪০০০ এমএএইচ এবং ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
স্টোরেজের ক্ষেত্রে ক্যামন ১৫ প্রোতে ৬ গিগাবাইট র্যামের সাথে ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং ক্যামন ১৫তে ৪ গিগাবাইট র্যামের সাথে ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। দুটি ফোনেই রয়েছে অ্যান্ড্রোয়েড ১০ পাই অপারেটিং সিস্টেম এবং প্রসেসর হিসেবে আছে হেলিও পি৩৫ এবং হেলিও পি২২ অক্টাকোর প্রসেসর।
এছাড়া, নিরাপত্তার নিশ্চিতে স্মার্টফোন দুটিতেই ফিংগারপ্রিন্ট সিকিউরিটি এবং ফেস আনলক ফিচার রয়েছে।