ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ মানে ফেসবুক, স্মার্টফোন ব্যবহার বা নিজেকে বড় করে দেখার বিষয় নয়। ডিজিটাল বাংলাদেশ মানে কৃষি, শিল্প, মৎস্য সম্পদ উন্নয়নসহ দেশের সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়ন।’
বৃহস্পতিবার নেত্রকোণা সার্কিট হাউজে মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, মুজিবর্বষ উপলক্ষে সব সরকারি দপ্তরে সমন্বিত ব্যাপক সামাজিক ও উন্নয়ন র্কমসূচির পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, ভিক্ষুকদের পুনর্বাসন ও কর্মসংস্থান তৈরি এবং কর্মমুখী প্রশিক্ষণ প্রদান, মাদক, জঙ্গিবাদ, চোরাচালান, বাল্যবিবাহ রোধসহ নানা কর্মসূচি।
জেলা প্রশাসক মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যান প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংসদ সদস্য অসীম কুমার উকিল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।