এদিকে, ২০১৮ সালে যাতায়াতের পরিমাণ বেশি হওয়ায় ঘটনার হার ১৬ শতাংশ কমেছে, তবে বেড়েছে মামলার সংখ্যা।
নিরাপত্তা উন্নয়নে নিজেদের প্রতিশ্রুতি দেখাতে উবারের প্রকাশ করা এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
উবারের বিষয়ে সিদ্ধান্ত যাচাই করে দেখা বিশ্বব্যাপী বাড়ছে। সম্প্রতি তারা লন্ডনে কাজ করার নিবন্ধন হারিয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রে দুই বছরে ২৩০ কোটি যাত্রায় ৫,৯৮১টি যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। মোট যাত্রার ৯৯ দশমিক ৯ শতাংশই কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যা ছাড়াই সমাপ্ত হয়েছে।
অভিযোগ করা এসব যৌন নিপীড়নের ঘটনায় প্রায় অর্ধেক ক্ষেত্রে চালকদের বিপরীতে যাত্রীদের দায়ী করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
উবার জানিয়েছে, এ প্রতিবেদনটি তাদের রাইড শেয়ারিং ব্যবসায় সুরক্ষা নিয়ে করা প্রথম ব্যাপক ভিত্তিক পর্যালোচনা।
প্রতিষ্ঠানটির প্রধান আইন কর্মকর্তা টনি ওয়েস্ট বলেন, ‘এসব নিরাপত্তার বিষয় নিয়ে কথাবার্তা থাকা প্রতিবেদন স্বেচ্ছায় প্রকাশ করা সহজ নয়। বেশির ভাগ প্রতিষ্ঠান যৌন সহিংসতার মতো বিষয়ে কথা বলে না। কারণ এগুলো নেতিবাচক সংবাদের শিরোনাম ও মানুষের সমালোচনা বয়ে আনার ঝুঁকি সৃষ্টি করে। কিন্তু আমরা মনে করি সময় এখন নতুন কিছু করার।’
উবার বলছে, ২০১৮ সালে যৌন নিপীড়নের অভিযোগ এসেছে ৩,০৪৫টি। ২০১৭ সালে এটি ছিল ২,৯৩৬টি।
প্রতিষ্ঠানটির মাধ্যমে গত বছর যুক্তরাষ্ট্রে ১৩০ কোটি যাত্রা সম্পন্ন হয়েছে। আগের বছর তা ছিল ১০০ কোটি।